সোনাই ডেক্স:ফাইল আটকে রাখার প্রবণতা কেনো? মানুষকে ঘুরানো, হয়রানি করা —এসব কেনো? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি। সরকার তোমাকে বেতন দিচ্ছে। এরপরও কেন মানুষ হয়রানি হবে?
রোববার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখায় পরিদর্শনে গিয়ে সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে এভাবে সতর্ক করেন।
শিহাব উদ্দিন নামে এক ভুক্তভোগির অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়েছিলেন ভূমিমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, মানুষ সেবা নিতে আসবে, সেখানে হয়রানি হবে কেন? তিনি বলেন, ‘নিচের লেভেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি আমার কাছে, ডিসির কাছে কিংবা এডিসির কাছে কোনো কমপ্লেইন আসে, নিচের লেভেলে ফাইল আরও স্লো হয়ে যায়। তখন নানা আইন বের হয়ে যায়। এ সবের কারণ কি? তোমরা কি অনেক বড় অফিসার হয়ে গেছো? আমাদের চেয়ে বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও? হারামের পয়সা খেয়ে লাভটা কী? হোয়াট নন সেন্স ইজ দিস। এটা তো আমি টলারেট করবো না।’
এভাবে ভূমিমন্ত্রী সবার সামনে তার মন্তব্য প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রতিদিনের সংবাদ