পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সরকার কর্তৃক নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময়, জাতীয় শিক্ষা পদক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী –৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুর আলম, খেপুপাড়া বালিকা মাধ্যমের প্রধান শিক্ষক আনোয়ার হোসে, নেচারউদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, উপজেলা পরিসদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভেজ সীমা।
সমাবেশে ১৭৫. টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান করা হয়।
এই বিভাগের আরও খবর....