

কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস – ২০২৩ উদযাপন করা হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিমের নেতৃত্বে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কম্পাউন্ডে গিয়ে শেষ হয়।
সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সকল কনসালট্যান্ট, মেডিকেল অফিসারবৃন্দ। পরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সবাইকে খাওয়ানো হয়। এদিন স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ ও অন্যান্য প্রোগ্রাম এর আয়োজন করা হয় ।এসময় উপস্থিত ছিলেন, নার্স, মিড ওয়াইফসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।