May 13, 2025, 1:16 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হবিগঞ্জে গউছসহ বিএনপির ৪৮ নেতাকর্মীর জামিন

প্রতিবেদকের নাম 448
নিউজ আপঃ Sunday, January 20, 2019

হবিগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দায়েরকৃত ৪টি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। একই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ৪৮ নেতাকর্মী জামিন পেয়েছেন।

আজ রোববার (২০ জানুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামীপক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট মাসুদ রানা, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, এডভোকেট শামছুল ইসলাম ও এডভোকেট হারুনুর রশিদ।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুল ভোট কেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শহরতলীর তেতৈয়া ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের লোকজন বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

ওই ৪টি মামলায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী জি কে গউছ, তার ছোট ভাই জি কে গাফফার, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, ইউপি মেম্বার ছামিউন বাছিত, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার রাখি, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম ও সার্কুলেশন ম্যানেজার শাহজাহান মিয়াসহ ৪৮ নেতাকর্মী রবিবার হাইকোর্টে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share