বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

‘আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ইসরাইল’

ডেস্ক রিপোর্ট / ২১৪
নিউজ আপঃ বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩:৪৯ অপরাহ্ন

জেরুসালেম ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালকের মতে, ইসরাইলিরা আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইল অধিকৃত জেরুসালেম শহরের ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালক শেখ নাজেহ বাকিরাত মনে করেন, দখলদার ইসরাইলি শক্তি আল-আকসা মসজিদে ইহুদি সংস্কৃতি চাপিয়ে দিতে চাচ্ছে। তারা চায় এ পবিত্র মসজিদে ইহুদি সংস্কৃতির একটি শক্তিশালী প্রভাব থাকুক।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আল-আকসা মসজিদে ইসরাইলের এমন ঘৃণ্য আগ্রাসনে পবিত্র জেরুসালেম শহরের সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এ কারণে তিনি চান, ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম শহরে ইসরাইলি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক শক্তিগুলো পদক্ষেপ নিক।

এদিকে ইসলামিক ওয়াকফ বিভাগের উপ-পরিচালক শেখ নাজেহ বাকিরাত আরো বলেন, আল-আকসা মসজিদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করতে চায় ইসরাইল। ইসরাইল চায় আল-আকসা মসজিদের দেখাশোনার জন্য বর্তমানে জর্ডান সরকার যে দায়িত্ব পালন করছে তার অবসান হোক। মোট কথা, ইসরাইল এ পবিত্র মসজিদের সকল দায়িত্ব থেকে জর্ডানি কর্তৃপক্ষকে সরিয়ে দিয়ে তারা নিজেরা দায়িত্ব নিতে চায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর