শ্রীমঙ্গলে শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে শ্রীমঙ্গলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়। তবে ফসলের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অবজারভার মো. মুজিবুর রহমান জানান, বিকেল সোয়া ৩ টায় শ্রীমঙ্গলে হালকা বৃষ্টি শুরু হয়। পরে বিকেল ৫ টা ৮ মিনিট থেকে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত ৭ মিনিট স্হায়ী শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অবজারভার মুজিবুর রহমান আরো জানান, বিকেল সোয়া ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ২২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।
শ্রীমঙ্গল কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান, শিলাবৃষ্টি শ্রীমঙ্গল শহর ও এর আশপাশ এলাকায় হওয়ায় ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। মাঠ পর্যায়ের কর্মীদের বরাত দিয়ে উপজেলার সব ইউনিয়নে শিলাবৃষ্টি হয়নি বলে তিনি জানিয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, শিলাবৃষ্টি শুধু শ্রীমঙ্গল শহর ও তার আশপাশ এলাকায় হওয়ায় ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, বৃষ্টির পর পরই আমাদের কৃষি বিভাগের উপ-সহকারি কর্মকর্তারা সবাই মাঠে চলে যান। তারা সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানান, সব ইউনিয়নে শিলা বৃষ্টি হয়নি। ক্ষয়ক্ষতিরও কোন খবর পাননি। তবে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও আশিদ্রোন ইউনিয়নে হালকা শিলাবৃষ্টি হয়েছে।
মোনালিসা সুইটি আরো জানান, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা মাঠে রয়েছেন। আগামীকাল সকাল নাগাদ বিস্তারিত তথ্য জানান যাবে।