পাঁচ বন্ধুর সঙ্গে দুইদিন আগে সিলেট ঘুরতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুনায়েদ হোসেন। সিলেটে যাওয়ার সময় মজা করে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘স্ত্রী পুত্র কিছু না থাকায় এই সুবিধা, ইচ্ছে হইলো চইলা গেলাম।’
কিন্তু এই যাওয়াই যে শেষ যাওয়া হবে কে জানতো?
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পাথরের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. ফারজানা নাসরিন বলেন, ‘বন্ধুদের সাথে জুনায়েদ পানিতে গোসল করতে নেমেছিল। বাকি তিনজন উঠতে পারলেও জুনায়েদ উঠতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’
জুনায়েদের স্মৃতিচারণ করতে গিয়ে বন্ধু আদিত্য পিয়াস বলেন, ‘ক্যাম্পাসের প্রথম দিনে ডিপার্টমেন্টে জুনায়েদের সাথেই আমার সর্বপ্রথম পরিচয় হয়। এখনও মনে আছে প্রথম ক্লাসে আমি জুনায়েদ আর শরীফ মহিউদ্দিনের মাঝখানে বসেছিলাম।’
তিনি বলেন, ‘আজ আর সে নেই। জানি না ১০১ নম্বর রুমের ওই বেঞ্চগুলোতে আমি আর কখনো বসতে পারব কিনা!’