বগুড়ার মোকামতলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। এসময় তাদের একজনকে মারপিট করে দুর্বৃত্তরা। অপরজন দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যায়।
সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে মোকামতলা হাটের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক উত্তরের দর্পন পত্রিকার মোকামতলা প্রতিনিধি আবু জাফর ইকবাল এবং দৈনিক করতোয়া পত্রিকার ভিডিও বিভাগের ষ্টাফ রিপোর্টার রাহাতুল আলমের উপর এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মোকামতলা হাটের ইজারাদার কর্তৃক সরকারী স্থাপনা ভেঙে মার্কেট নির্মাণ ও বাড়তি খাজনা আদায়ের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যায় ওই দুই সংবাদকর্মী।
এক পর্যায়ে দুর্বৃত্তরা সুযোগ বুঝে সাংবাদিকদের উপর চড়াও হয়। এতে দৈনিক করতোয়া’র সাংবাদিক রাহাতুল আলম দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও উত্তরের দর্পণের সাংবাদিক আবু জাফরকে মারপিট করে করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস এ বিষয়ে বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় সর্ম্পৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।