শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট, চৈত্রের ঘণ কুয়াশায় দেড়ঘন্টা পর ফেরি চলাচল শুরু

এ কে আজাদ  রাজবাড়ী / ২৬০
নিউজ আপঃ সোমবার, ২১ মার্চ, ২০২২, ২:০৭ অপরাহ্ন

চৈত্রের ঘণ কুয়াশার কারণে নৌ-দূর্ঘটনা এড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সকল ধরনের ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে দেড় ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সড়কে সিরিয়ালে আটকে যায় পণ্যবাহী ট্রাক।
ঘাট সূত্রে জানা যায়, সোমবার শেষ রাতে হঠাৎ পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব অত্যাধিক বেড়ে গেলে দৃষ্টিসীমা শূন্যতে নেমে আসে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মার্কিং বাতি ও বয়া ফেরিচালকদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে নদী পথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সরেজমিনে সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সরকারি ওয়াজেদ চৌধুরী ট্যাকনিক্যাল স্কুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্য চৌহান বলেন, সকাল ৬টার দিকে নদীতে হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৭ টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকায় ধীরে ধীরে ফেরি চলাচল শুরু হয়। এরুটে পারাপারের জন্য ২০টি ফেরি চলাচল করছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর