“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্বণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজলো পরিষদ মিলনায়তন থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মলিত হয়।
কলাপাড়া উপজলো প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে নারীর বলিষ্ঠ র্শীষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকবিুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখনে, উপজেলা সমাজসেবা অফিসার মো.মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক র্কমর্কতা মনিকা আক্তার,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোঃ জসিম, ভাইস চয়োরম্যান শফিকুল আলম বাবুল খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, নারী ইন্নয়ন ফোমার’র সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া ওয়ার্ল্ড কনসার্ট জেন্ডার অফিসার নাসরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় ছয় জন নারী ও বিভিন্ন কর্মক্ষেত্রের জেলে পরিবারের সফল নারী রাহিমা বেগমকে পুরস্কৃত করা হয়। এতে সরকারি বেসরকারি র্কমর্কতা ছাড়াও উপজলোয় র্কমরত দশটি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।