January 17, 2026, 12:13 am
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে জনপ্রতিনিধির অসহায় পরিবারের বাড়িতে হামলা ভাংচুর- আহত-৩

রাজশাহী ব্যুরোঃ 197
নিউজ আপঃ Sunday, February 20, 2022

রাজশাহীর উপকণ্ঠের কাঁটাখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ইয়াসিন আলী সুকটা ও তার তিন ছেলেসহ সন্ত্রাসী বাহিনী একটি নিরিহ অসহায় পরিবারের বাড়ি ভাংচুর এবং  তিনজনকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, মাসকাটাদিঘির মৃত সাদেকের ছেলে চঞ্চল (২০) ও উজ্জ্বল এবং চঞ্চলের স্ত্রী রুনা (১৮)।
ঘটনার বরাতে জানা যায়, গত ১১ জানুয়ারী কাউন্সিলর ইয়াসিন আলীর কম্বল বিতরণ অনুষ্ঠানে দিন মজুরি কাজ করেন চঞ্চল ও উজ্জ্বল। দিন মজুরীর টাকা চাইতে গেলে তর্ক- বিতর্কের সৃষ্টি হয়। কথা কাটাকাটির শেষে সবাই চলে গেলে ঐ দিন দুপুর ২ টার সময় কাউন্সিলরের ছেলেরা চঞ্চল ও উজ্জ্বলের বাড়ি ভাংচুর করেন। ভাংচুরের পরে বিভিন্ন মহল থেকে মীমাংসার আশ্বাসে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ভুক্তভোগীর ভাংচুর করা বাড়ি পরে ঠিক করে দেওয়া কথা থাকলেও তা ঠিক করে দেওয়া হয়নি।
ভুক্তভোগী পরিবার গত ১৮ ফেব্রুয়ারী উক্ত ঘটনায় কথা বলতে কাউন্সিলর ইয়াসিন আলীর কাছে গেলে তার তিন ছেলেসহ কয়েকজন চঞ্চল ও উজ্জ্বল এবং চঞ্চলের স্ত্রী রুনাকে বেধড়ক মারধর করেন। মারধরে গুরুতর আহত হয় চঞ্চল ও রুনা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় চঞ্চলের মাথাসহ শরীরে ১৭ টি সেলাই পড়ে। তার স্ত্রীর মাথায় পড়ে ৪ টি সেলাই। উজ্জলের পায়েও পেয়েছেন চোট। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনায় বাড়ি ভাংচুর করেন কাউন্সিলের ছেলেরা। সেই ঘটনায় বাড়ি ঠিক করে দেওয়ার কথা থাকলেও তারা তা ঠিক না করে দিয়ে উল্টো গতকাল আমাদেরকে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে আহত করেন। তারা এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে ক্রাইমের রাজত্ব কায়েম করেছেন। তারা এই ঘটনার সঠিক বিচার দাবি করেন। চিকিৎসা শেষে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
এ বিষয়ে কাউন্সিলর ইয়াসিন আলী বলেন, চঞ্চল ও উজ্জ্বল আমার চাচাতো ভাই। ওদের বাড়ি আমি ঠিক করে দিতে চেয়েছিলাম। কিন্তু ওরা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি তাদের চিকিৎসা খরচও দিতে চেয়েছি। তাদের দেখতে হাসপাতালেও গিয়েছিলাম। বিষয়টি স্থানীয়দের নিয়ে বসে ঠিক করে নিবো।
এ বিষয়ে জানতে কাঁটাখালী থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share