পাংশা পৌর এলাকায় পানি নিষ্কাশনের ড্রেনের উপর রয়েছে অবৈধ স্থাপনা। তবে পৌর কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা সচল করতে ৭নং ওয়ার্ডের মাগুরা ডাঙ্গী এলাকায় প্রায় ২কোটি টাকা ব্যয়ে কাজ করছে।
স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আবুল কাশেম সারোয়ার ও জাকারিয়া এন্টারপ্রাইজ যৌথ ভাবে কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে কিছু অংশের ড্রেনেজ ব্যবস্থা সচল করতে ভেকু দিয়ে কাজ করে। তবে ভেকু ওই স্থানে স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারা ও অপরিকল্পিত ভাবে খননের কারণে পাশের একাধিক দেওয়াল ধ্বসে পড়েছে। সেই সাথে খনন কৃত মাটি ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার উপর রাখায় জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। রাস্তার উপর জমে রয়েছে ময়লা পানি৷
এলাকা বাসির অভিযোগ এই এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তা দিয়ে। তবে কাজ হচ্ছে ভালো কিন্তু যেভাবে রাস্তার উপর মাটি ও দেওয়াল ধ্বসে আছে তাতে করে আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের উক্ত কাজের ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরিচয় পেয়ে ফোন কেটে দেয়।
পৌরসভার ইঞ্জিনিয়ার আজিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঠিকাদার প্রতিষ্ঠান কে চিঠি দিয়েছি ঠিক করে দেওয়ার জন্য।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিছিভ করেন নাই।