জাহেলিয়াতের জৌলুস, বড় উজ্জ্বল রঙিন মহিয়ান,
অপসংস্কৃতির প্রবল স্রোতে বড় কঠিন,টিকে রাখা ঈমান।
ঝড় হওয়ায় তুফান বয়, বায়ু যেমন শন্ শন্,
বানের তোড়ে কিনারা বিলীন জনপদ বিরান।
আধুনিকতার মাতাল ঘোড়ায় সভ্যতা সওয়ার,
অব্যাহত প্রস্রবণ পথ,ঘাট মাঠ, বাজার, কর্মস্থল।
নগ্নতা বেহায়াপনার ছড়া ছড়ি অশ্লীল পর্ণ ছবি,
টিভি ভিসিআর সিনেমা থিয়েটার গণমাধ্যম সবি।
গিটার পিয়ানোর সুর তরঙ্গে মোহনা হারায়,
রিসোর্ট কটেজ হোটেল-রেস্তোরাঁ সরাইখানায়।
সুজন মাঝি নতুন তরীর বৈঠায় তাল মিলায়,
সুনয়না মনোহরনী ভোগ বিলাসী লিপ্ত পরকীয়ায়।
বার ক্লাবে নৃত্য তালে, নিশি রাতে নুপুরের ঝংকার,
সুরের মূর্ছনায় নিত্য নতুন নৌকায় সওয়ার।
জল তরঙ্গে দরিয়ায় মাঝে হাবুডুবু খায়,
অথৈ জলে নদী তার কিনারা হারায়।
কার তরী কে? বায় নোঙ্গর কোন ঘাটে,
ঘর সংসার সব হারিয়ে রঙিলা জীবনে।
বর্ষবরণ, বৈশাখী আয়োজন একতারার সুরে,
কপোত কপোতী অবগাহনে মত্ত মধু চন্দ্রিমা রাতে।
পশ্চিমা সংস্কৃতি হিন্দি গীতি বলিউডের নাচে,
সমাজ সভ্যতা দুর্বিপাকে অশ্লীলতার ভিড়ে।
বিশ্ব সুন্দরী, ফ্যাশন শো মডেলিং আয়োজনে,
পৃথিবী মাতায় ঊর্বশী রমণী ভ্রমণ বিহারী নগ্ন দেহ প্রদর্শনে।
ঈমান হারায় সকাল-বিকাল মিথ্যা প্রহসন নগ্ন দর্শনে,
কল-কারখানা অফিস-আদালত রাজনৈতিক প্রাঙ্গণে।
যুগের হাওয়ায় তাল মিলিয়ে সভ্যতার উত্থান,
ভাঙ্গা গড়ার এই দুনিয়ায় কে? গাইবে প্রভাত ফেরীর গান।
এই বিভাগের আরও খবর....