শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাবেক চেয়ারম্যান, নির্বাচনে হেরে নিজের বসবার চেয়ার নিয়ে গেলেন পরিষদ থেকে

এ কে আজাদ  রাজবাড়ী / ১৫২
নিউজ আপঃ রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ২:০০ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য বিদায়ী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী শেখ নির্বাচনে পরাজিত হওয়ায় দায়িত্ব পালন কালের ইউনিয়ন পরিষদে বসবার বিশেষ তৈরি চেয়ার বাড়ি নিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নায়েব আলী শেখ বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।তার বাড়ি  উপজেলা শহরের বালিয়াকান্দি গ্রামের ওয়াপদা এলাকায়।

ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান বলেন, ওই চেয়ারটি তৈরি করার সময় আমি এখানে কর্মরত ছিলাম না। ৩ জানুয়ারি বিকেলে চৌকিদারের মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারটি নিয়ে গেছেন। তবে শুনেছি, সাবেক চেয়ারম্যান নাকি নিজের টাকায় চেয়ারটি তৈরি করেছিলেন।

চেয়ার নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ।

তিনি বলেন, আমি ওই চেয়ারটি আমার নিজের টাকায় তৈরি করেছিলাম। আর ইউনিয়ন পরিষদের টাকায় যেসব চেয়ার তৈরি করা হয়েছিল তা তালিকায় লিপিবদ্ধ করা আছে। আমি চেয়ারম্যানের স্মৃতি ধরে রাখার জন্য চেয়ারটি বাড়িতে নিয়ে এসেছি।

বর্তমান চেয়ারম্যান আলমগীর বিশ্বাস বলেন, বিগত চেয়ারম্যান আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। আমি শপথ পাঠের পর বাড়ি থেকে চেয়ার নিয়ে এসেছি। ওই চেয়ারটি ইউনিয়ন পরিষদ থেকে করা হয়েছিল।

বালিয়াকান্দি উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান গণমাধ্যম কে বলেন, সরকারিভাবে ক্রয় করার আসবাবপত্রের তালিকা লিপিবদ্ধ করা থাকে। সরকারি চেয়ার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর কেউ যদি ব্যক্তিগতভাবে তৈরি করে তবে তা বাড়িতে নিয়ে যেতে পারেন। কিন্তু ওই চেয়ারটি সরকারি ভাবে ক্রয় করা কি না, তা জানা যায়নি। এ বিষয়ে খোঁজখবর করা হবে।

প্রসঙ্গত, বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী ১১ ভোটে পরাজিত হয়। বিজয়ী চেয়ারম্যান আলমগীর হোসেনের পিতা ও এ   ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার মা বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share