November 28, 2025, 4:51 am
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৮ স্বতন্ত্র ২ প্রার্থীর বিজয় -নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 227
নিউজ আপঃ Thursday, January 6, 2022

পঞ্চম ধাপে পাংশা উপজেলার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ২ ইউনিয়নেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা।
বুধবার (৫ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বেসরকারিভাবে ঘোষিত এ ফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ(নৌকা) ৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম(আনারস) পেয়েছে ৭হাজার ৮২১ ভোট।
কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ বিলকিছ বানু(নৌকা) ৩হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিধান কুমার বিশ্বাস(আনারস) পেয়েছে ৩হাজার ৪৫৮ ভোট।
সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার(নৌকা) ৭হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহম্মদ হোসেন(আনারস) পেয়েছে ৪ হাজার ৭৬৫ ভোট।
পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস(নৌকা) ৬হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান বরকত(মোটর সাইকেল) প্রতীক পেয়েছে ৫ হাজার ১৯৫ ভোট।
বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান আলী সরদার(নৌকা) ৫ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম সরোয়ার(ঘোড়া) ৪হাজার ১৯২ ভোট পেয়েছে।
মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান(নৌকা) ৭ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস(ঘোড়া) পেয়েছে ৩হাজার ২৬৮ ভোট।
মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো(নৌকা) ৮হাজার ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম খা(আনারস) পেয়েছে ১হাজার ৯৭৮ ভোট।
যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন(নৌকা) ৬হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান(আনারস) পেয়েছে ৫হাজার ৬৮৬ ভোট।
বাহাদুরপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) মোঃ সজিব হোসেন(মোটর সাইকেল) প্রতীক ৬হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত মোঃ হুমায়ুন কবীর শাকিল(নৌকা) পেয়েছেন ৫হাজার ৬৫৬ ভোট।
হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন খান(চশমা) ৮হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আলিম(নৌকা) পেয়েছে ৬ হাজার ৯৫৭ ভোট।
উল্লেখ্য, ১০টি ইউপির নির্বাচনে ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৪৯৩ জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share