রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাধীন ৫৯ নং নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ৩৮০ জন শিক্ষার্থীর মাঝে শার্ট প্যান্ট ও টাই দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার মন্ডল বলেন, এই সরকারের আমলে বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পারছি। এছাড়াও এই সরকার প্রতিটি শিক্ষার্থীর স্কুলের ইউনিফর্ম নিশ্চিত করতে অর্থ দিয়ে থাকে। তারি ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের পোশাক দেওয়া হয়েছে।
প্রধান অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, নতুন বই যেমন শিশুদের পড়ার আগ্রহ বাড়াই, তেমনি নতুন পোশাক তাদের বিদ্যালয় মুখি করতে আকৃষ্ট করবে।
পরে তিনি প্রতিটি ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন।
এই বিভাগের আরও খবর....