রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে রাত পোহালেই ভোট গ্রহণ। ৯০টি কেন্দ্রে, বিরামহীন ভাবে সকাল ৮ থেকে ভোটগ্রহণ বিকাল ৪টা অব্দি চলবে।
উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৯জন , সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় মাছপাড়া ইউনিয়নে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬ জন্য সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৭৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে, এর মধ্যে ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ৯০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে ।প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে মোট ১০ জন
ম্যাজিস্ট্রেট ও ১০ টি ইউনিয়নের জন্য ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। র্যাবের টহল টিম থাকবে, এদের মধ্যে ১টি টিম রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ডান দিকে ও অন্যটি সড়কের বাম দিকে থাকবে।প্রতিটি ইউনিয়নের জন্য ১টি করে মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স এর টিম সহ মোট ২০টি টিম কাজ করবে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জেলা আনসার কমান্ডার এর নেতৃত্বে ১ টি টিম সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় থাকবে।