বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে লাশ উত্তোলন নবাবগঞ্জে বজ্রপাতে নিহত দুই বিয়াই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদল নেতা তাজ খান নাঈমের বাড়িতে হামলা ও লুটপাট বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রবীণ নেতার প্রতি আস্তা সরিষা বাসীর-নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী / ১২৯
নিউজ আপঃ শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:২৭ অপরাহ্ন

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এই দিনে। উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৪৯৫ জন প্রার্থা।
উপজেলার সরিষা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) বাহার বিশ্বাস,  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।
তবে সরজমিনে এলাকা বাসির বক্তব্য অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন আনারস প্রতিক নিয়ে জন সমর্থনে শীর্ষে রয়েছে।
এলাকাবাসীর মাধ্যমে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন ৮০ দশক থেকে পর পর তিন বার সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে তিনি পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলায় ব্যপক উন্নয়ন করেন। এর পর তিনি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
তবে তিনি নিজ ইউনিয়ন ছেড়ে উপজেলার রাজনীতিতে যুক্ত হলে তার ছোট ভাই আব্দুর সুবাহান বিশ্বাস সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। তবে সুবাহান বিশ্বাস বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে।বর্তমানে বঙ্গবন্ধু কলেজ সরকারি হওয়ায় সে নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারায় বাধ্য হয়ে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন নির্বাচনে অংশ নিয়েছেন।
এ সময় সাধারণ ভোটার গন বলেন,  গত ৫ বছরে বর্তমান চেয়ারম্যানের সাথে সাধারণ মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করা। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার কারণে এবার দলীয় নমিনেশন পেলেও তার প্রতি আস্তা নেই মানুষের।
এলাকায় ঘুরে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চেয়ারম্যান থাকা কালীন সময়ে সরিষা ইউনিয়নে ব্যপক উন্নয়ন করেছে। তবে তিনি দীর্ঘদিন পাংশা থাকলেও এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। প্রতিটি বিপদে আপদে সে পাশে থাকে, তাই আমরা আহম্মদ হোসেন কে ভোট দিবো। প্রতিক দেখে নয় প্রার্থী দেখেই ভোট দিবো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, এবার যেভাবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে তাতে ভোট জালিয়াতির সুযোগ নাই। ফলে বিপুল ভোটের ব্যবধানে আনারস বিজয়ী হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share