অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, তাউরাঙ্গা, ওয়েলিংটন—এই ছয় শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে নিউজিল্যান্ড তো স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছেই; অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ভারতও সরাসরি সুযোগ পেয়েছে ২০১৭-২০ সালের মধ্যে আইসিসির মেয়েদের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায়।
বাংলাদেশ আর অন্য দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলতে নেমেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের মাটিতে চলতে থাকা সেই বাছাইপর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। পরে মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাবে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে বিশ্বকাপে।
অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, তাউরাঙ্গা, ওয়েলিংটন—এই ছয় শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে নিউজিল্যান্ড তো স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছেই; অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ভারতও সরাসরি সুযোগ পেয়েছে ২০১৭-২০ সালের মধ্যে আইসিসির মেয়েদের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায়।
বাংলাদেশ আর অন্য দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলতে নেমেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের মাটিতে চলতে থাকা সেই বাছাইপর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। পরে মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাবে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে বিশ্বকাপে।