“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এই শ্লোগান কে
সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ
উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির মিলানায়তনে
ইউএস এ আইডি এর অর্থায়নে এ্যাবট এসোসিয়েট এর সার্বিক সহযোগীতায় ফিড দ্য
ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্প ঢাকা আহছানিয়া মিশন এর
উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির
সহ-সভাপতি দিদারুল আলম বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ
মো.মহিউদ্দিন মিলন, নির্বাহী সদস্য বিল্লাল খান কাবুল, মহিলা কাউন্সিলর
মনোয়ারা বেগম, রোজিনা আক্তার, ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন
অ্যাক্টিভিটি এরিয়া স্পেশালিষ্ট মো. সোহেল রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন মো. কুদরত আলী বেপারী আউটরীর স্পশালিষ্ট ফিড দ্য
ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি কলাপাড়া,পটুয়াখালী। অনুষ্ঠান
শেষে বিশ^ হাত ধোঁয়া দিবসে মানুষের মাঝে সচেতনার বৃদ্ধির লক্ষে একটি
র্যালী বের করে। র্যালী শেষে পৌর শহরের বিভিন্ন সড়কের আর্বজনা অপসারনের
জন্য পরিস্কার,পরিছন্নতা কর্মসূচী পালন করে।
এসময় কলাপাড়া ব্যবসায়ী সমবায়
সমিতির সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।