রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ আশরাফুজ্জান ওরফে আরিফ (৩৩) কে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকালে তাকেসহ তার অপর দুই সহযোগি একই গ্রামের মোঃ মিন্টু মন্ডল (২৯) এবং পিরোজপুরের মোঃ মামুন শিকদার (৩১) গ্রেপ্তার করে। সে সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ৯ টি সীমকার্ড ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার বিকালে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক আরিফ ২০০৬ সালের জুন মাসে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন এবং তিনি ২০১৯ সালে চাকুরীচ্যুত হন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার জানিয়েছেন, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী প্রচুর পরিমান ইয়াবা বিক্রায়ের জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে। একই সাথে সাবেক সেনা সদস্য আরিফ ও তার সহযোগি মিন্টু এবং মামুনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ৯ টি সীমকার্ড ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরো বলেন, ২০২০ সালে ৬ মে আরিফ তার অপর সহযোগি ও জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাসেল রানা (৩৫) কে ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে রাজবাড়ীর পাংশায় ফেরার পথে চট্রগ্রামের কর্ণফুলী থানা পুলিশ চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে। ওই মামলায় আরিফ এতো দিন কারাগারে ছিলো। তবে জামিনে বের হয়েই সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।