সাভারে পুকুরে বিষ প্রয়োগ করে আবারও মাছ মেরে ফেলার অভিযোগ সেই নুরুজ্জামানের বিরুদ্ধে। বিরুলিয়া ইউনিয়নের ভবানিপুরের সমন আলীর পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।
এঘটনা বৃহস্পতিবার সাভার মডেল থানায় মাছ চাষী সমন আলী বাদি হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গত বছর একই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ ছিলো এই নুরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানাযায়, মাছ চাষী সমন আলী একটি পুকুর সরকার থেকে লিজ নিয়ে র্দীঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন।
পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় ওই পুকুরে মাছ চাষ না করার জন্য বলতেন নুরুজ্জামান ও তার লোকজন এবং পুকুরের মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিল। পরে গত ৫ জুলাই সকালে মাছের খাবার দিতে গিয়ে সমন আলী দেখতে পান পুকুরের রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির ৫/৬ লক্ষ টাকা মূল্যের মাছ মরে পানিতে ভেসে আছে। পরে তিনি মাছ মারার বিষয়টি স্থানীদের জানান এবং বিষ প্রয়োগের ঘটনায় নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তোকে এই পুকুরে মাছ চাষ করতে নিষেধ করেছি। তাও তুই এই পুকুরে মাছ চাষ করেছিস। তোকে এখানে মাছ চাষ করতে দিবোনা। তাই বিষ প্রয়োগ করে মাছ মেরেছি। তুই যা পারিস তাই করিস। পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি গত ৪ জুলাই রাত ৯টার পরে যে কোনো সময় হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫জুন একই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা ও পুকুরটি দখলের চেষ্টার অভিযোগ ছিলো এই নুরুজ্জামানের বিরুদ্ধে।