আনোয়ারুল ইসলাম (আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী সদর বাজারে মানুষের ভিড় সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা রাজবাড়ীতে কারো মধ্যেই নেই স্বাস্থ্য বিধি মানার কোন লক্ষন। মানুষের ভিড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর করোনার মত এই মহামারির সময় কারো মধ্যেই স্বাস্থ্য বিধি মানার কোন ধরনের লক্ষন দেখা যায়নি। রাস্তা ও বাজারে যানবাহন ও মানুষের ভির দেখে বোঝার উপায় নেই বর্তমানে করোনা ভাইরাসের মত সংক্রমন ব্যাধি মহামারি আকার ধারন করেছে। কোন ধরনের আতঙ্ক বা ভয় এখন আর মানুষের মাঝে বিরাজ করছেনা। আর এ কারনেই প্রতিদিনই করোনা ভাইরাসের বিস্তার ও আক্রান্তের সংখ্যা আগের চাইতে বাড়েছে লাফিয়ে লাফিয়ে। যানবাহন ও জনসাধারনের এমন ভির দেখা গেছে রাজবাড়ী ১ নং রেল গেটের দু-পাশে এবং বড় বাজারের বিভিন্ন ¯স্থানে।গত মার্চ মাসে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। আর গত মার্চ,এপ্রিল ও মে এই তিন মাসে করোনা আক্রান্তের সংখ্যা দ্বাড়ায় একশত জনে। কিন্তু চলতি জুন মাসে গত তিন মাসের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দ্বিগুনেরও বেশি । আজ ২৪ জুন ডাঃ মোঃ নূরুল ইসলাম সিভিল সার্জন রাজবাড়ী এর তথ্যমতে ১৭/০৬/২০২০ ইং থেকে ২১/০৬/২০২০ ইং পর্যন্ত ৪০৩ টা রিপোর্ট পেলাম। পজিটিভ রিপোর্ট এ গতকালের ২২ জন সহ মোট পজিটিভ ৯৮ জন এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮০ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন,পাংশা উপজেলায় ৪ জন, কালুখালী উপজেলায় ৯ জন, গোয়ালন্দ উপজেলায় ৩ জন এ পর্যন্ত রাজবাড়ীতে মোট শনাক্তঃ৩১৯ জন সুস্থ ৭৮ জন মৃত ২ জন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম বলেন। জনগনের সচেতনতা বোধ , স্বাস্থ্য বিধি এবং সামাজিক ও শারিরিক দুরত্ব না মানার কারনে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর এতে স্বাস্থ্য ঝুকি ও করোনা সংক্রমনের ঝুকি বাড়ার কারনে সাধারন মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বালিয়াকান্দিতে ইউএনও ,ডাক্তার সহ আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে সেখানে সদর ইউনিয়নকে রেড জোন ঘোষনা করে লকডাউন করা হয়েছে গত ১৬ জুন তারিখে থেকে চলবে ২৮ জুন পর্যন্ত।সাধারন মানুষ বলছেন,রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা ও একজনের থেকে আরেক জনের মাঝে সংক্রমনের ঝুকি বেড়ে যাওয়ার কারনে তারা আতঙ্কে রয়েছেন। মানুষের ভির বেড়ে যাওয়া ও স্বাস্থ্যবিধি না মানার কারনে প্রতিদিনই এ জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এ ব্যাপাওে সকলকেই এগিয়ে আসা উচিত বলে মনে করেন। তবে কাজ কর্ম থাকায় তারা ঝুকি নিয়ে চলাচল করছেন। তবে সামনের দিন গুলোতে আরো ভয়াবহ পরিনতি হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। আর প্রশাসনের প্রতি জনসমাগম কমাতে কঠোর নজদারি বাড়াতে এবং মানুষকে সচেতন করতে অনুরোধ জানান। তবে প্রত্যেককেই ব্যাক্তিগত ভাবে নিজের স্বাস্থ্য বিধি নিজে মেনে চললে সংক্রমনের ঝুকি কমবে বলে জানান সাধারন মানুষ। শেখ শরিফুজ্জামান-অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী (সদর সার্কেল) তিনি বলেন,রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, বিভিন্ন স্থানে জনসমাগম কমাতে পুলিশ প্রশাসন সহ সরকারী কর্মকর্তারা কাজ করছেন। তবে সাধারন মানুষ যেন নিজে থেকেই স্বাস্থ্য বিধি মেনে চলাচল করে। প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি জনগনকেও সচেষ্ট হতে হবে সেই সাথে যতটা সম্ভব ভির এরিয়ে চলে নিজ নিজ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে। তাহলেই করোনা ভাইরাসের সংক্রমন কমবে বলে জানান তিনি।