জানা যায়, আক্রান্ত কামরুন্নাহার জ্বর ও ঠান্ডা জনিত রোগ নিয়ে গত ২৭ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তার শরীরে করোনা উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে বরিশাল শিবাচিমে পাঠায়। বুধবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে তাকে হোম আইসোলোশনে রাখা হয়েছে।
এই বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, আক্রান্ত নারী বরিশাল গিয়েছিলেন। সেখান থেকে এসে অসুস্থ হয়ে পরেছিলেন। পরে তার নমুনা পাঠালে রিপোর্ট পজিটিভ আসে। তাকে হোম আইসোলোশনে পাঠানো হয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি জানান।