নিজস্ব প্রতিবেদক সোহেল রানা পঞ্চগড় থেকে:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার নামে পঞ্চগড় সদর উপজেলা ও দেবীগঞ্জ উপজেলায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিরতণ করেছে সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৩টি এতিম খানায় ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের মেজর তৌহিদুল বারী ও দেবীগঞ্জ উপজেলার ৬টি এতিম খানায় লেফটেনেন্ট ইনজামামুল আমীন প্রীমন প্রায় দেড় শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন। প্রতিটি ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে পোলাও চাল ,সেমাই,গুড় দুধ,সয়াবিন তেল ,মুরগীর গোশত ও ডিম।
এছাড়াও জেলায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ ও সেনাবাহিনীর নিজস্ব তহবিলের ত্রাণ বিতরণ করা হয়।
এদিকে সেনাবাহিনীর লেডিস ক্লাবের পক্ষ থেকে পঞ্চগড় জেলার মুক্তিযোদ্ধাদের দুস্থ বিধবা স্ত্রীগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।
এছাড়াও ক্যাপ্টেন বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান পঞ্চগড় জেলার বেশ কয়েকটি স্থানে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের বাড়ি মেরামতে সেনাবাহিনীর টিম নিয়ে সহায়তা করেন।