
বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ট্যানারির মূল ফটকে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে ট্যানারির সকল কারখানার শ্রমিকরা সহ প্রায় ১৪ টি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় তারা বিক্ষোভ মিছিলে বলেন, সম্প্রতি সরকারিভাবে কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়ায় এতে করে ট্যানারির শ্রমিকরা বেকার হয়ে পড়বেন ও মালিকরা ব্যবসার লসের মুখে পড়বেন। দ্রুত সরকারিভাবে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা।
এদিকে এঘটনাকে কেন্দ্র করে সেখানে বেসিক শিল্প নগরীর অফিসে ট্যানারির মালিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বাংলাদেশ বিসিক শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ান এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন ঢাকা হাইট এন্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রশিদ ভুঁইয়া।
এসময় তিনি চাঁদাবাজির অভিযোগে বিসিকের ওই কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। পরে এ নিয়ে সেখানে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হলে বৈঠকটি বাতিল হয়ে যায়।