
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির
বলেন আসন্ন কুরবানীর ঈদ কে সামনে রেখে মলম পার্টি, ছিনতাইকারী সহ বিভিন্ন গ্ৰুপ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি আমরা।
তারওই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় ছিনতাইয়ের মামলায় ছয়জন নারী কে গ্রেফতার করা হয়েছে।
এবং বাসে অভিযান পরিচালনা করে পাঁচজন পকেটমার কে আটক করে বারোটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
অপর ঘটনায় অটোরিকশা চোর চক্রের এক জন কে গ্রেফতারের পাশাপাশি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এদিকে বৈষম্য বিরোধী তিনজন কে গ্রেফতার করা হয়েছে।
সকলের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হবে।