পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ তনয় শেখ রাসেল এঁর ৭৫তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এর সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম. রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ খন্দকার আবুল খায়ের প্রমূখ্য।
এইসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুর কবির, উপজেলা পরিবার পরিকল্পন্ অফিসার ইলিয়াস খান রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমাসহ বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শেখ রাসেল জীবণীর উপর লেখা “ছোটদের শেখ রাসেল” বইটি শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
এর আগে সোমবার সকাল সাতটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল নন্দিসহ উপজেলা আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মহিপুরের শিববাড়িয়া নদীর উপর নির্মিত শহীদ শেখ রাসেল সেতু বর্ণিল আলোক সজ্জায় ফুটিয়ে তুলেছে সড়ক ও জনপদ বিভাগ।