
 ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি।
ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি।
সাভার রাজাশন যুব সমাজের উদ্যোগে আয়োজিত হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের রাজাশন ৪নং রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে সাভার পৌর বিএনপির সহ-সহ-সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওমর। ফুটবল টুর্নামেন্ট খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল।
এসময় রাশেদুল ইসলাম রাসেল জানান বিষয়টা বিশেষ অতিথি নিয়ে না।আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যুবসমাজ যে পারে তার ধারাবাহিকতা আজকের খেলায় আমি প্রমান পেলাম।তারা যদি ঐক্যবদ্ধ হয় আমরা একটাই উদ্দেশ্য এটা পালন করতে পারবো সেটা হলো এই খেলার মাধ্যমে আমরা মাদককে না করতে পারবো।খেলায় সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিম বনাম ধামরাই ফ্রেন্ডস একাদশ অংশগ্রহণ করেন। এসময় বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথি ও শতশত খেলাপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।