আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃহিলি স্থলবন্দরে করোনায় রাজস্ব ঘাটতি ৭৫ কোটি টাকা
করোনায় প্রায় আড়াই মাস সময় ধরে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকায় কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারেনি কাষ্টমস কর্তৃপক্ষ।
হিলি কাস্টসসের সহকারী কমিশরার আব্দুল হান্নান জানান, গেল দুই মাসে ৭৫ কোটি টাকা রাজস্ব আদায় করার কথা থাকলেও করোনার কারণে রাজস্ব আদায় শূন্যের কোঠায়। তবে আবারও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হলে সরকার রাজস্ব পেতে শুরু করবে বলে জানান কাস্টমস কর্মকর্তা।
গেল অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ২৭১ কোটি লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও তা আদায় করা সম্ভব হয়নি শুল্ক স্টেশনটির।
তিনি আরও জানান, ইতোমধ্যে ভোমরা ও চাঁপাইয়ের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদারি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আাশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।