পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা। দলীয় কার্য়লয় থেকে মহিপুর থানা যুবলীগের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের হয়।
আনন্দ শোভাযাত্রাটি মহিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলোজ ও বনোজ দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে মহিপুর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি আব্দুল মালেক আকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ধুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান কিশোর, মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সহীদুল ইসলাম,লতাচাপলি ইউনিয়ন যুবলীগ আহবায়ক রিয়াজ মোর্শেদ, যুগ্ম আহবায়ক সাহরীয়ার সুমন, মনির হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান সহ ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।