

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
সাবেক ওমান প্রবাসী হাসেম মন্ডল কে গলা কেটে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার
শনিবার সকালে সাভার বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন পৌরসভার রাজাসন এলাকার ৫ প্রায় শতাধিক এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী ভুক্তভোগীরা বলেন, অবিলম্বে প্রকৃত দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। দ্রুত আসামি গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এই সময় স্থানীয় ব্যক্তিবর্গের কিছু সাক্ষাৎকারে মেহেদী রানা শহীদ বলেন এরকম দুঃসাহস আমাদের এলাকায় আর কখনো ঘটেনি এরকম নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করছি। হাজী আব্দুল খালেক মন্ডল, হাজী সেলিম মিয়া, বশির মন্ডল,, মোঃ ওহাব আলী, মোঃ জহিরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন
১৩ই আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসেম মন্ডল, এর আগে ৬ ই আগষ্ট সাভারের রাজাশন এলাকায় তার নিজ বাসায় তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা।