চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২ লক্ষ ৮৬ হাজার ৪শ’ ৯০ ভোটারের মধ্যে ভোটারগণ ১৮.৪২% ভোট প্রদান করেছে বলে হাজীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীণ ভোট গ্রহণের পর হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যায় চূড়ান্ত বেসরকারী ফলাফল প্রকাশ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস শীল। ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আলহাজ্ব হেলাল উদ্দীন মিয়াজী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে রাবেয়া আক্তারকে বিজয়ী ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ৫২৭৮০ ভোট। তম্মধ্যে বৈধ ৫২৬৮৮ ও অবৈধ ভোট ৬২টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ৫২৭৮০ ভোট। তম্মধ্যে বৈধ ভোট ৫২২৮৩ ও অবৈধ ভোট ৪৯৭টি।
আরও জানা গেছে, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আলহাজ্ব মোঃ হেলাল উদ্দীন মিয়াজী পেয়েছেন ২৬৫৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী দোয়াত-কলম প্রতীকে হাজী মোঃ জসীম উদ্দিন পেয়েছেন ২৫০৭০ ভোট ও ঘোড়া প্রতীকে মোঃ আবু সুফিয়ান রানা পেয়েছেন ১০৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে রাবেয়া আক্তার পেয়েছেন ২৮০৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকে রুবি আক্তার পেয়েছেন ২৪১৯৯ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেলাল উদ্দীন মিয়াজী জানান, যারা আমার বিজয় অর্জনে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ভোটারগণ নিরব বিপ্লব ঘটিয়েছেন।