চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে ড্রেজার ব্যবসায়ী ও ভূমি মালিককে ১ লক্ষ টাক অর্থদন্ড ও ড্রেজার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোমেনা আক্তার।
ড্রেজার ব্যবসায়ী মৈশাইদ গ্রামের মো. মুনাব্বার মজুমদার ও তার ছেলে ফরহাদ মজুমদারকে ৫০ হাজার টাকা এবং ভূমি মালিক একই গ্রামের মৃত জাহাঙ্গির আলম মজুমদারের মেয়ে মর্জিনা আক্তারকেও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্র্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫/১ ও ১৫/১ ধারা মোতাবেক এই শাস্তি প্রদান করা হয়। যাহা সর্বনি¤œ শাস্তি বলে ধারায় উল্লেখ রয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর ও স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, একদিন পূর্বে ড্রেজারের বিষয়ে সচেতন করতে স্থানীয় চেয়ারম্যানগণ বরাবরে অবহিতকরণ নোটিশ জারি করা হয়। এরপরও সচেতনতার অভাবে এমন ঘটনা খুবই দুঃখজনক। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশা করছি হাজীগঞ্জে অবৈধভাবে একটি ড্রেজার মেশিনও চলবে না ।