
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ২:২৫ পি.এম
হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই ৪৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারও কীটনাশক বিতরণ করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের আবাদ বৃদ্ধির নিমিত্তে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
৩০ জুন বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করে নিজ নিজ কার্যালয়ে চলে যান,,
পরে উপজেলা কৃষি কর্মকর্তা স্বাস্থ্য বিধি না মেনেই গাদাগাদি করে কৃষকের মাঝে কৃষি পন্য বিতরণ করেন,,
উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার বলেন, এবছর উপজেলার মোট ৪৭০ জন কৃষকের মাঝে সার কীটনাশক, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাসিয়াম বিতরণ করা হবে।সরকারি নির্দেশনা থাকায় স্বাস্থ্যবিধি মেনেই কৃষি প্রনোদনা বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.