
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৪:৩৭ পি.এম
হরিপুরে পাগল স্বামীর হাতে স্ত্রী খুন-স্বামী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাসান নামে পাগল স্বামীর হাতে কফুরা বেগম (৪৫) নামে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। স্ত্রী খুনের দায়ে মানষিক ভারসাম্যহীন স্বামী হাসান আলীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউয়িনের ডাঙ্গীপাড়া (কামাত) গ্রামে নিজ বাড়িতে খুনের ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার সকালে তূচ্ছ্য ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পাগল স্বামীর হাতে থাকা কাস্তে দিয়ে স্ত্রীর হাতে কয়েকটি আঘাত করে। কাস্তের আঘাতে স্ত্রী কফুরা বেগমের হাতে গভীরভাবে জখম হয় এবং জখমের ফলে তার প্রচুর রক্ত ক্ষরণ হয়। এতে কফুরা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কফুরা বেগমের শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুল জানান, কফুরা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হলে দেখা যায় তার বাম হাতের রগ কেটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রুত এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন মৃত কফুরার স্বামী হাসান আলীকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হরিপুর থানায় মামলার করার প্রক্রিয়াধীন চলছে।
উল্লেখ্য,স্বামী হাসান আলী দীর্ঘদিন ধরে মাসষিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.