রাজবাড়ীর পাংশায় প্রেমিক-প্রেমিকা রেলওয়ে ব্রিজের ওপর বিশেষ দিবস উপলক্ষে খুনসুটিতে মেতে থাকা অবস্থায় হঠাৎ ট্রেন চলে আসলে দুজনেই মারাত্মক আহত হয়।
গত (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলাধীন কালিকাপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা গোলাবাড়ি গ্রামের শাজাহান খাঁর ছেলে (প্রেমিক) শামিম হোসেন(২২)। সে বর্তমান নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।অন্য জন (প্রেমিক) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ১০ম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়ে।
জানাযায়, রবিবার পড়ন্ত বিকাল রোমান্টিক প্রকৃতিকে পূর্ণতা দিতেই কালিকাপুর ব্রিজের উপর প্রেমে মসগুল ছিলো প্রেমিক-প্রেমিকা জুটি। হঠাৎ দ্রুত গতি নিয়ে ট্রেন ছুটে এলো, প্রেমিক-প্রেমিকা জুটি দিশেহারা হয়ে উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিল।
ব্রিজ থেকে পরে দুজনই মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তবে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনা প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন,কালিকাপুর রেল ব্রিজের উপর ছেলে-মেয়ে দুইজন বসে গল্প করছিলো। হঠাৎ রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতী এক্সপ্রেস ট্রেন ব্রিজের বেশি কাছে চলে আসলে তারা ব্রিজের পারে ফিরতে না পেরে ব্রিজ থেকে লাফ দেয়। ফলে তারা মারাত্মক ভাবে আহত হয়। তখন আমরা তাদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপ্রানাথ জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন।