
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৩, ৪:১৪ পি.এম
সুদের টাকার জন্য গহ বধুকে ধর্ষণর চষ্টা করল বালি দুস্যু স্বপন

রাজবাড়ীর পাংশা উপজলার হাবাসপুর ইউনিয়নের বালু দুস্যু নামে বহুল পরিচিত স্বপনের বিরুদ্ধে সুদের টাকার জন্য গৃহ বধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী উপজেলার হাবাসপুর গ্রামের রবান প্রামাণিকের স্ত্রী শিমু খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
শিমু খাতুন বলন- আমার স্বামী বালি দুস্যু স্বপন খার নিকট থক ১৫ হাজার টাকা সুদ নিয়ছিল দড় বছরর মধ্য ৪০ হাজার টাকা আমরা সুদ স্বপনক দিয়ছি এর পরও নানা সময় আমাদের টাকার জন্য হুমকি ধুমকি দিয়ে আসছিল।
এরই প্রক্ষিত শনিবার বিকেলে স্বপন আমাদর বাড়ীত এসে আমার ঘর উঠ আমার স্বামী কাথায় জানতে চায় আমি বলি বাড়ি নই, এ সময় স্বপন আমার কোলের ছেলেকে জোর করে কেড়ে নিয়ে ফলোড়ে দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনর চষ্ঠা করে, এ সময় আমি চিৎকার দিলে লোকজন এগিয় আসলে স্বপন পালিয় যায়। এ ঘটনায় আমি পাংশা থানায় একটি লিখিত অভিযাগ দায়র করছি।
এ ব্যাপার হাবাসপুর ইউনিয়ন পরিষদর সদস্য মাঃ রনজ খা বলন বিষয়টি সত্য আমি শুনছি এ ঘটনার অনেক স্বাক্ষীও আছে ।
এ ব্যাপার হাবাসপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আল মামুন খান বলেন ঘটনাটি শুনছি।
পাংশা মডল থানার এ এস আই মো: আব্বাস আলী বলেন এ সংক্রান্ত এ একটি লিখিত অভিযাগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপার অভিযুক্ত স্বপনর সাথ কথা বলার চষ্ঠা করা হল তার মুঠাফানটি বন্ধ পাওয়া যায়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.