সোনাই নিউজ:সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়িত্বের এই কম্পনে কেঁপে উঠে বাড়িঘর।
রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ২ দশমিক ৯। যার উৎপত্তি স্থল ভারত বাংলাদেশ সীমান্ত ডাউকি এলাকা। সিলেট থেকে ৪০ কিলোমিটার উত্তরে ছিলো এর উৎপত্তি স্থল।
স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে একটি শব্দ করে ভবনগুলো কেঁপে ওঠে।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে এসময় অনেককে ছুটাছুটি করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।