সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে। সংস্থাটি সামাজিক উন্নয়ন ও আইনি বিষয়ক সহায়তা দিয়ে থাকেন।
সোমবার (পহেলা মার্চ) সকালে সাভারের ৭০/৯ উত্তর রাজাশন এলাকায় ফিতা কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মো: জে এইচ রানা, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো: অনিকুল ইসলাম , পরিচালক নাহিদ ইমতিয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক সোহেল রানার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করেন মোঃ জয়নাল আবেদীন। পরে শুভেচ্ছা বক্তব্যে,নাহিদ ইমতিয়াজ, মোঃ আব্দুল মালেক, মো: আবদুল মোমিন, মো: আল-আমিন, মো: আঃ হান্নান, মোঃ বাকি বিল্লাহ, মোঃ মিজানুর রহমান, শাহ জামাল উদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাপনী বক্তব্যে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মো: জে এইচ রানা বক্তব্য রাখেন।
প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো: আনিকুল ইসলাম।
চেয়ারম্যান মো: জে এইচ রানা বলেন, মানুষ সামাজিক জীব। জন্মের পূর্বেই মানুষকে যুদ্ধ করে পৃথিবীতে আসতে হয়। পৃথিবীতে আসা মানুষটির ধারণ ও সঞ্চালন ক্ষমতা অবর্ণনীয়। সমাজে মানুষের জন্য প্রত্যেকের কিছু করা প্রয়োজন। সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা সঙ্গবদ্ধ হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এ পর্যন্ত সমাজের অনেক মানবিক বিপর্যয় গ্রস্থ মানুষের পাশে থেকেছি, হরণ হওয়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত সবার সহযোগিতা চেয়ে বক্তব্য সমাপ্ত করেন তিনি।