

সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কে সাভার পৌরসভার সাথে অন্তর্ভুক্তি ষড়যন্ত্রের প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রেখে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মানববন্ধন করেছে সাভার সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বাসি ।
আজ শনিবার সকালে সাভার পৌর এলাকার শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে সাবেক সদর ইউনিয়নবাসী।
এ সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জাপান নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক , আব্দুর রহিম, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাভার সদর ইউনিয়নের থানা বিএনপির সভাপতি , সেক্রেটারি, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা জানান, একটি কুচক্রী মহল সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কে পৌরসভার অন্তর্ভুক্ত করার পায়তারা করছে, অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা , তারা আরো বলেন তারা ইউনিয়নে আছেন ইউনিয়নে থাকতে চান , পৌরসভায় অন্তর্ভুক্ত করলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।