
আজ ৬ আগষ্ট বুধবার দুপুরে সাভার মডেল কলেজে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ উদযাপন’’ উপলক্ষে ৭ (সাত) দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন।
সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, তোমাদেরকে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হাবে। বিশেষ করে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি, ‘‘চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এসময় অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ২৮ জুলাই ২০২৫ ইং জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোষ্টার প্রদর্শণী, ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের পিলোপাস, জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।