

সাভার বিরুলিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে,এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন, নুর আলম গ্যাদা। দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন, নুর আলম গ্যাদা, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, সাভার ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি আনোয়ার হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক হাসান আলী মন্ডল, ছাত্রদলের নেতা আলমগীর হোসেন, ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা হাজী মোহাম্মদ মানিক মিয়া ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দা ও হাজারো নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গত বছর ৫ই আগস্ট এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যায়।
এই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা আহত ও শহীদ হয়। এই সভায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজিত হয়। এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত সকলেই দোয়া করেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।