
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতা কামনায় সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আলী মোল্লার নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এবং সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ফজলুল হক ফালান, সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন বাহাদুর, সাভার পৌর বি এন পির সহ-সভাপতি মো. নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী মো. জামাল হাওলাদার, সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ উদ্দিন মোল্লা, সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন মিয়া ও মো. রুবেল হাওলাদার, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে হাজী মো. আলী মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, বরং সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শেষে অনুষ্ঠানের আয়োজক হাজী মো. আলী মোল্লা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন।
এই দোয়া মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটেছে।