সাভার প্রতিনিধি:ইব্রাহিম খলিল
নিবাচর্ন কমিশন কতৃর্ক ঘোষিত আসন ভাগ পূণঃবহাল রাখতে সাভারের বিরুলিয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সাভারের বিরুলিয়া ব্রীজ এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এসময় মানববন্ধনে কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তারা জানান আমরা বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা ১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা দুই আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা দুই আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা ১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই।
এসময় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল হকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।