

সাভার প্রতিনিধি:ইব্রাহিম খলিল
শুক্রবার বাদ আছর সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মিয়াবাড়ি জামে মসজিদ এর সাবেক মুতওয়াল্লী ও সভাপতি ,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সহ-সভাপতি ও সাভার পৌর যুবদলের সাবেক সভাপতি হাজী মোঃ বাবুল মিয়ার ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিয়াবাড়ি জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলটি আয়োজন করেছে মরহুমের পরিবার বর্গ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম ,সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাসেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন , সাভার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুর রহমান খান, সাভার পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ , বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী মোঃ সেলিম মিয়া , রফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় জনগণ। এসময় মরহুম হাজী মোঃ বাবুল মিয়াসহ তার পরিবারের মরহুমদের আত্মার মাগফেরাত ও জান্নাতুন ফেরদৌস কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।