
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫৪ (একশত চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকাসহ ০১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার (৯:৩০) সময় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা হতে ১৫৪ (একশত চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকাসহ বিপ্লব হাসান নামে ০১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।