সাভার প্রতিনিধি
সাভার থেকে টিসিবি পণ্য রাতের আধারে পাচার কালে ১টি ট্রাক সহ ড্রাইভারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক বারটার (১২:০০) সময় সাভারের বিরুলিয়া রোড ছোট কালিয়াকৈর বাজার সংলগ্ন থেকে গোয়েন্দা পুলিশ একটি ট্রাক ভর্তি টিসিবির পণ্য আটক করেছে।
আটককালে একটি ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে। ড্রাইভার লিটন এর নেতৃত্বে ঢাকা মেট্রো ন ১৭৩৭৮৩ নাম্বার এর ট্রাকে করে টিসিবির পণ্যসামগ্রী তৈল ১০০ কাটুন, ডাল ২৯ বস্তা , আটা ৩০ বস্তা ও চিনি ১৬ বস্তা সমৃদ্ধ ট্রাকটি সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড রাজাশন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আল আমিন কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ এর রুম থেকে মালামাল লোড দিয়ে বিরুলিয়া রোডে রওনা হয়।খবর পেয়ে ছোট কালিয়াকৈর এর স্থানীয় জনগণ গাড়িটি সিগন্যাল দেয় এবং গাড়ির ভিতর চেক করে টিসিবির পণ্য দেখতে পায়।
ড্রাইভারকে এই বিষয় জানতে চাইলে ড্রাইভার কোনো সদ উত্তর দিতে না পারায় গোয়েন্দা পুলিশের হাতে মালামাল সহ ট্রাক ও ড্রাইভার কে হস্তান্তর করেন। স্থানীয় জনগণ টিসিবির পণ্য পাচারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।