

মঙ্গলবার দুপুরে সেবা নিতে আসা এক ব্যক্তি ও তার সাথে থাকা স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনেরা জানায়, কর্তব্যরত ডাক্তার প্রেসক্রিপশনে স্লিপে ঔষধ লেখে দিলেও হাসপাতালের ফার্মেসী থেকে অধিকাংশ ঔষধ না দিয়ে স্লিপ রেখে দেওয়া হয়।
রোগী বলেন হাসপাতালের ফার্মেসিতে ঔষধ থাকা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হয়নি এ বিষয়ে আমার স্বজনরা অভিযোগ করার কথা বলার কারনে আমাকে ও আমার স্বজনদের শারীরিকভাবে হেনস্থা করে হাসপাতালের এক কর্মচারী।
পরে উপস্থিত রোগী ও স্বজনেরা এর প্রতিবাদ করেন। এ ঘটনায় তাৎক্ষণিক এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন হাসপাতালের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা।
এই ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনায় সভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান, ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানান গণমাধ্যম কর্মীদের।