
মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাভার রাজাসন ডেল্টা মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে. এইচ. রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম, সম্মানিত পরিচালক রায়হান আহমেদ, কোষাধ্যক্ষ কাজী ফিরোজ আখতারসহ সংস্থার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে সংস্থার সক্রিয় সহকর্মী আখি আলম, লতা আক্তার, সখিনা আক্তার, নার্গিস, কাজী রুবেল, মোঃ আজিমসহ অসংখ্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিন প্রায় শতাধিক শীতার্ত ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়, যা শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জে. এইচ. রানা বলেন,
“শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবতার অনিবার্য দাবি। সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে আমরা দৃঢ়ভাবে থাকবো।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ যদি এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসেন, তবে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তারা এ মানবিক উদ্যোগের জন্য সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।